টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া।
সিডনিতে দিনের প্রথম ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অজিরা। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে কিউই ব্যাটাররা। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে তারা। প্রথম ওভারেই অ্যালেনের ব্যাট থেকে আসে ১৪ রান। এরপর ধারাবাহিকভাবে রানের খাতা বড় করতে থাকেন দুই কিউই ব্যাটার কনওয়ে ও অ্যালেন। গড়েন ৫৬ রানের ঝড়ো পার্টনারশিপ। মাত্র ১৬ বলে তিন ছয় ও পাঁচ চারের মারে ৪২ রান করে আউট হন অ্যালেন।
অ্যালেনের সাজঘরে ফেরার পর ম্যাচের হাল ধরেন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসন। দলের জন্য খেলেন ৬৯ রানের এক গুরুত্বপূর্ণ জুটি।উইলিয়ামসন ফিরলেও উইকেটের এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন কনওয়ে। ৩৬ বলে তুলে নেন অর্ধশতক। সেই সাথে তৃতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে দ্রুত টি টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটার। ইনিংসের শেষ ভাগে জেমি নিশামকে সাথে নিয়ে দ্রুত রান তুলে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ৫৮ বলে সাত চার ও দুই ছয়ের মারে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন কনওয়ে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন জশ হ্যাজেলউড।
২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অজিরা। দলীয় ৫ রানে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে বসে তারা। ওয়ার্নারের ফেরার পর নিয়মিত বিরতিতে টপ অর্ডার ব্যাটাররা ফিরতে থাকেন সাজঘরে। ৫০রানেই ফেরেন চার ব্যাটার। এরপর আর কেউই উইকেটে বেশিক্ষণ টিকতে পারেন নি। নিউজিল্যান্ডের দাপুটে বোলিংয়ে ১৭.১ ওভারে মাত্র ১১১ রানে থামে অজিদের ইনিংস। ৮৯ রানের অসাধারণ জয় তুলে নেয় উইলিয়ামসন-নিশাম বাহিনী।
অজিদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। কিউইদের হয়ে ৩ টি করে উইকেট নেন টিম সাউদি ও মিচেল স্যান্টনার। ব্যাট হাতে ৫৮ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান ডেভন কনওয়ে।