জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা ও কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নেওয়া হলে ভবিষ্যতে বড় সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন সাবেক নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘এনআইডি সরকার ইসি থেকে কেন নিতে চায়, তা পরিষ্কার নয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এনআইডি চলে গেলে আগামীতে বড় ধরনের সংকট তৈরি হবে।’
বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের ভোট নিয়ে ইসির সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এই এনআইডির পেছনে এতগুলো বছর একটা সিস্টেম ডেভেলপ করেছে ইলেকশন কমিশন। এটা যদি আলাদা হয়ে যায়, তাহলে কোনো একসময়ে ইন ফিউচারে (নিকট ভবিষ্যতে) ভোটার লিস্ট নিয়ে কথা উঠবে। কারটা ঠিক? এনআইডি ঠিক নাকি ভোটার লিস্ট ঠিক? আলটিমেটলি এটা নিয়ে একটা গন্ডগোল হবে।’
তিনি বলেন, ‘যেসব দেশে এনআইডি আলাদা আছে, সেখানে ভোটার লিস্ট নিয়ে বড় ধরনের গন্ডগোল হচ্ছে। কাজেই বর্তমান কমিশনকে এ জায়গায় সরকারকে বোঝাতে হবে।’
সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, ‘গভর্নমেন্ট চাইলে এনআইডি আলাদা করতে পারেন। তবে কমিশনের এখান থেকে একেবারে এ কথা বলা যে, আমাদের কী করার আছে, এটা ঠিক নয়। সরকারকে বোঝালে সরকার বোঝে। কারণ এ সরকারের সময়ই ভোটার তালিকা আমরা তৈরি করেছিলাম। তারা এটার মাধ্যমে ইলেকশন করেছিল।’