টি-টোয়েন্টি ফরম্যাটটার সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষা করেও ফল মিলছে না। বাংলাদেশের জন্য এই ফরম্যাটটা যেন এক ধাঁধার নাম।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ? পরিসংখ্যান কিন্তু খুব বড় আশা দেখাচ্ছে না। লজ্জার ব্যাপার হলো, টি-টোয়েন্টি বাংলাদেশের চেয়ে পূর্ণ সদস্য দলের বিপক্ষে এখন জয় বেশি নামিবিয়ারও।
আজ (রোববার) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া। এ নিয়ে টানা দুই বিশ্বকাপে আইসিসির দুই পূর্ণ সদস্যের বিপক্ষে (২০২১ সালে আয়ারল্যান্ড, এবার শ্রীলঙ্কা) জিতলো দলটি।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশের জয় কেবল একটি। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা। এরপর আর কোনো বড় দলকে হারাতে পারেনি।
অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ সদস্য দলের বিপক্ষে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ জিতলো নামিবিয়া। জিম্বাবুয়ের জয় একটি, আফগানিস্তান আর আয়ারল্যান্ডেরও পূর্ণ সদস্যের বিপক্ষে বিশ্বকাপে আছে দুটি করে জয়।