আগামী ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার। সকাল ১১ টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় বেছে নেওয়ার এই প্রক্রিয়া।
হকির প্লেয়ার্স ড্রাফটে প্রধান আকর্ষণ থাকবে ৬ আইকন। কারা হচ্ছেন এই ৬ আইকন? এবং তারা কে কোন দলে খেলবেন তা নিয়ে যতো আলোচনা হকি অঙ্গনে। তবে কারা হবেন এই আইকন তা জানা যাবে ড্রাফট অনুষ্ঠানেই।
একটি ফ্র্যাঞ্চাইজি ১৩ জন করে স্থানীয় ও ৫ জন করে বিদেশি খেলোয়াড় দলভূক্ত করতে পারবে। স্থানীয় খেলোয়াড়দের বিপ টেস্ট নিয়ে ১৮৭ জনকে ড্রাফটের জন্য চূড়ান্ত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন,‘আইকন ছাড়াও চারটি ক্যাটাগরিতে খেলোয়াড়দের ড্রাফট হবে। ‘এ’ প্লাস, ‘এ’, ‘বি’, ‘সি’ ক্যাটাগরিতে ভাগ করা হবে খেলোয়াড়দের। সেখান থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় বাছাই করবে।’
একটি ক্লাব বিদেশি খেলোয়াড় নিতে পারবে ৫ জন। তবে খেলতে পারবে ৪ জন। ৪ জন বিদেশি খেলোয়াড় নিতে হবে আয়োজকদের নির্ধারিত তালিকা থেকে। তবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন বিদেশি নিতে পারবে নির্ধারিত তালিকার বাইরে থেকে।
ইতিমধ্যে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোও নিজেদের লোগো প্রকাশ করেছে। হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্থানীয় আম্পায়ারদের সঙ্গে বিদেশি আম্পায়ারও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
দেশের প্রথম এই ফ্র্যাঞ্চাইজি হকির দলগুলো হচ্ছে- ওয়ালটন ঢাকা, একমি চট্টগ্রাম, সাইফ পাওয়ার গ্রুপ খুলনা, রূপায়ন কুমিল্লা, মোনার্ক পদ্মা ও মেট্রো এক্সপ্রেস বরিশাল।