শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মতু মুন্সি আজিজ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তিন নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের রাজ্জাক মৃধার স্ত্রী সাবানা বেগম (৪০), মৃত মোফাজ্জল সরদারের স্ত্রী বিমালা বেগম (৫২) ও বিল্লাহ মৃধার স্ত্রী রানি বেগম (৩৫)।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মতু হত্যার ঘটনায় ৩৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা হয়েছে। এ মামলায় তিন নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে নড়িয়া থানায় মতু মুন্সি আজিজের বড় ভাই মো. রিপন মুন্সি বাদী হয়ে এ মামলা করেন।
জানা যায়, ওই গ্রামের করিম মুন্সীর ছোট ছেলে মতু মুন্সির পরিবারের সঙ্গে একই গ্রামের টিপু মৃধার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে। তাই টিপু মৃধার ভয়ে এক মাস ধরে মতু মুন্সি ও তার পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছিলেন। গত বুধবার সকালে বাড়ি ফিরে মতু গরুর জন্য খাবার আনতে গেলে টিপু ও তার লোকজন তাকে ধাওয়া দেন। এসময় মতু দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে টিপু ও তার লোকেরা দরজা ভেঙে ঘরে ঢুকে মতুকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ওইদিনই দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।