বৃষ্টির তোড়ে আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোন প্র্যাকটিসও অনুষ্ঠিত হয়নি। ম্যাচের আবহে যে গেম প্র্যাকটিস শুরু হয়েছে গতকাল থেকে, আজ ছিল তার দ্বিতীয় দিন। কিন্তু বৃষ্টির কারণে মঙ্গলবার একটি বলও মাঠে গড়ায়নি। ক্রিকেটাররা বিসিবির জিম আর ইনডোরে বোলিং মেশিনে নেট করে কাটিয়েছেন।
আবহাওয়ার অবস্থা খারাপ দেখে আজ তাৎক্ষণিকভাবে বিসিবি এক সিদ্ধান্ত নিয়েছে। সেটা হলো নিউজিল্যান্ড সফরের আগে জাতীয় দলকে অন্তত ৪ থেকে ৫ দিনের জন্য বিদেশে ট্রেনিং করানো।
মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আবহাওয়ার যে অবস্থা, তাতে আমরা দেশে প্র্যাকটিস করতে পারবো না। এখন বাধ্য হয়েই দেশের বাইরে অনুশীলনের চিন্তা করা হচ্ছে। এখন পর্যন্ত দিনক্ষণ পুরোপুরি চূড়ান্ত হয়নি। তবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে দলকে বাইরে পাঠানো হবে।’
কোন দেশে এ খন্ডকালিন ক্যাম্প হতে পারে? তা জানতে চাওয়া হলে বিসিবি প্রেসিডেন্টের জবাব, ‘সেটা ঠিক হয়নি। আজই কেবল কথা বললাম নিজেদের মধ্যে। এটাতো আর বললেই হয়ে যাবে না! যে দেশে জাতীয় দল পাঠানো হবে ট্রেনিংয়ের জন্য, সেখানে আমাদের চাহিদা পূরণ হবে কি না? আমরা যা চাই অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ড কন্ডিশনের সঙ্গে সে দেশের প্র্যাকটিস ফ্যাসিলিটিজ এর সাযুজ্য থাকতে হবে। এসব বিষয় ঠিক করতেও সময় লাগবে ‘
বিসিবি প্রধান দেশের নাম না জানালেও তার কথায় মনে হচ্ছে সিঙ্গাপুর, ওমান কিংবা আরব আমিরাতের কোথাও যাবে জাতীয় দল। সেখান থেকে নিউজিল্যান্ড চলে যাবে সরাসরি।
বিসিবি সভাপতি র্আরও জানান, এমনিতে জাতীয় দলের ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল। সেখানে ২ অক্টোবর গিয়ে পৌঁছাতো। আর আমাদের ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ। তার মানে, আমরা ২ দিন মাত্র অনুশীলন করতে পারতাম। সে ঘাটতি পোষাতেই আসলে দেশের বাইরে ভাল ক্রিকেট ফ্যাসিলিটিজ এর মধ্যে অনুশীলনের চিন্তা।
বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুসের কন্ঠে আভাস- ওমান, আরব আমিরাত কিংবা সিঙ্গাপুরের যে কোন এক দেশে হতে পারে সেই ৪-৫ দিনের।
জানায় লাল ইউনুসও জানালেন, যে দেশেই যাই, সেখানে যাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কন্ডিশনের মত ফ্যাসিলিটিজ এবং রিকোয়ারমেন্টস থাকে, তেমন জায়গা বাছাই করেই জাতীয় দলকে অনুশীলন করাবো। আবার জায়গাটা যেন এমন হয়, সেখান থেকে যেন সহজে নিউজিল্যান্ডে যাওয়া যায়।
সে হিসেবে, সিঙ্গাপুরই হতে পারে সেরা পছন্দ। যদিও সেখানে অনুশীলন করার মত তেমন কোনো সুযোগ-সুবিধা আছে কি না। তা না হলে হতে পারে ওমান, সর্বশেষ আরব আমিরাত। বিসিবি প্রধানের কাছে আরব আমিরাত সম্পর্কে জানতে চাইলে তিনি হেসে বলেন, ‘আরব আমিরাতও হতে পারে। তবে অবশ্যই শারজাহ নয়।’