জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরপর থেকেই গণপরিবহনের ভাড়া কমানোর দাবি উঠেছে। জনসাধারণের যৌক্তিক দাবিটি আমলে নিয়ে পরিবহন ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া পুর্ননির্ধারণ কমিটি।
আগামীকাল বুধবার (৩১ আগস্ট) এ বিষয়ে বিআরটিএর বনানী কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া পুঃনির্ধারণে কমিটির বৈঠক হবে। বৈঠকেই সিদ্ধান্ত হবে, কিলোমিটার প্রতি কত টাকা ভাড়া কমানো হবে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বিষয়টি জানান। সচিবসহ ওই বৈঠকে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার উপস্থিত থাকার কথা আছে।
আমিন উল্লাহ নুরী বলেন, ভাড়া কমানোর বিষয়ে আগামীকাল বিআরটিএর বনানী কার্যালয়ে বৈঠক হবে। বৈঠকটি আজই হওয়ার কথা ছিল। কিন্তু বাস মালিকদের একটি পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বৈঠকটি আজ করা যায়নি। আশা করছি ভাড়া কমবে। কত ভাড়া কমবে তা বৈঠকে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।