শ্রীলঙ্কা সফরের আগে বেশিদিন হাতে নেই। দল গঠনের কাজে ব্যস্ত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ সাপ্তাহিক ছুটির দিনটিও কাটিয়েছেন ব্যস্ততায়। তিনি জানালেন, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পরীক্ষা-নিরীক্ষা করার পরিকল্পনা নেই তাদের।
প্রশ্ন ছিল, শ্রীলঙ্কাগামী টেস্ট দলে কি নতুন কাউকে দেখা যেতে পারে? নান্নুর জবাব, ‘আমরা এ মুহূর্তে দল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চাই না। পুরোনো ও পরীক্ষিত পারফরমাররাই প্রাধান্য পাবে।’
তার কথায় আরও একটা ইঙ্গিত মিলেছে, তাহলো অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে হয়তো আবার টেস্ট দলে রাখা হতে পারে। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ছিলেন না এই অলরাউন্ডার।
রিয়াদ প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করা হলে নান্নুর উত্তর, ‘দেখা যাক আগে আমরা ফিজিওর কাছ থেকে ফিটনেস রিপোর্ট পাই। ফিটনেস লেভেলটা কেমন আছে তা আগে জেনে নেই, দেখে নেই। তারপর বলা যাবে।’
নিউজিল্যান্ড সফরে কাঁধের ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি মুশফিকুর রহীম। তার অবস্থা কী? তিনি কি শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের আগে ফিট হয়ে উঠতে পারবেন? এখানেও প্রধান নির্বাচকের সেই একইরকম কথা, ‘এটা চিকিৎসকদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই বলতে পারব।’
নান্নু আরও জানান, ‘ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে যে পেস ডিপার্টমেন্ট ছিল, আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করবো। তবে সেই দলের হাসান মাহমুদের থাকা নিয়ে আছে সংশয়।’ তিনি যোগ করেন, ‘হাসান মাহমুদের ইনজুুরি আছে। তার পক্ষে শ্রীলঙ্কা যাওয়া সম্ভব হবে কি না, সেটাও খুঁটিয়ে দেখতে হবে।’