সমুদ্র, পানি, সম্পর্ক ও প্রতিশোধের গল্পের ‘হাওয়া’ সিনেমা চতুর্থ সপ্তাহে চলছে ৫৬টি সিনেমা হলে। অন্যদিকে, ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। এটি সপ্তম সপ্তাহে এসে চলছে দেশের ৩৯ হলে।
‘হাওয়া’ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। এই নির্মাতার কাহিনি ও সংলাপে তার সঙ্গে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।
তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।
এদিকে ১০ জুলাই মাত্র ১১ হলে মুক্তি পেয়েছিল ‘পরাণ’। সপ্তম সপ্তাহে এসে সিনেমাটি দেশের ৩৯ হলে চলছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পক্ষ থেকে জানা গেছে।
‘পরাণ’ সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি। চিত্রনায়ক শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত সিনেমাটি নিয়ে অন্তর্জালে বেশ আলোচনা হয়েছে। এর চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি।