কুড়িগ্রাম সদরের ধরলা সেতুর পূর্ব পাড়ে নদীতে গোসল করতে নেমে আসাদুজ্জামান শুভ (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে শুভ তার দুই বন্ধু জয় ও তরঙ্গ মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। এসময় সাঁতার কাটতে গিয়ে শুভ পানিতে ডুবে যায়। অন্য দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও শুভ পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
বিকাল সাড়ে পাঁচটায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। পরে শুভর মরদেহ খুঁজে পায় ডুবরি দল।
নিহত শুভ সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে। সে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, রংপুর থেকে ডুবরি দল এসে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, ধরলা নদীতে নিখোঁজে প্রায় ৫ ঘণ্টা পর শুভ নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।