বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীবর্ষ আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মানবাধিকার কর্মী হিসেবে সম্বোধনা পেলেন জাতীয় অনলাইন পত্রিকার সম্পাদক রেজাউল করিম হাশমী। আজ শুক্রবার (২৯ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলার প্রধান মিলনায়তনে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে এ সম্বধনা প্রদান করা হয়।
সম্বোধনা অনুষ্ঠানে মানবাধিকার কমী হিসেবে সম্বোধনা পান জাতীয় অনলাইন পত্রিকা সময়ের দাবি’র পত্রিকার সম্পাদক রেজাউল করিম হাশমী। রেজাউল করিম হাশমী আমেরিকাতে অবস্থান করায় তাঁর পক্ষে সম্বোধনা স্মারক গ্রহণ করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ পারভেজ জুয়েল।
ভারতের ত্রিপুরার আগরতলাবাসীর উদ্যোগে প্রকাশিত আন্তর্জাতিক এ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শুদ্ধতার কবি অসীম সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) কবি আসাদুল্লাহ, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী আন্তর্জাতিক উদ্যাপন পর্ষদের যুগ্ম আহ্বায়ক শাহজালাল ফিরোজ, কবি আসলাম সানি, মেহজাবিন রেজা চৌধুরী ও সাদিদ রেজা চৌধুরী। এছাড়া ভারতের পক্ষে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীবর্ষ আন্তর্জাতিক স্মারকগ্রন্থের সম্পাদক ড. দেবব্রত দেবরায়, প্রধান সম্পাদক ড. মুজাহিদ রহমান, ভারত থেকে আসা বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক, কবি বরুণ চক্রবর্তী ও আবৃত্তিশিল্পী সেলিম দুরানি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের মানবাধিকার কমী, অ্যাডভোকেট, ক্রীড়াবিদ, ডাক্তারসহ বিভিন্ন অবদানের সম্বোধনা প্রদান করা হয়।উল্লেখ্য, ঢাকার আয়োজনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে ৪২ জনের একটি দল গত ২৬ জুলাই থেকে ঢাকায় অবস্থান করছেন।
এর আগে, ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে একইরকম আরেকটি আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশ করেছিল আগরতলাবাসী। একই বছরের ১১ অক্টোবর ওই স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছিল ঢাকার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে।