ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশে ধরিয়ে দেয়ার অভিযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হন। বুধবার (৩১ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগী জয়নুল ইসলাম ১৫ জনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে এ হামলায় ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- জয়নুল ইসলাম, মিরাজ হোসেন, মো. ওবায়দুর সর্দার, আমিরুন নেছা ও আব্দুল মালেক। স্থানীয়রা জানান, উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ইলিয়াস শেখকে একটি মামলার গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার জন্য পাশের পানিপাড়া গ্রামের জয়নুল ইসলাম গংদের দোষারোপ করে ইলিয়াসের লোকজন।
এর জেরে গত মঙ্গলবার দুপুর ৩টায় ইলিয়াসের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জয়নুলের বাড়িতে হামলা চালায়। এতে জয়নুল ইসলামসহ পাঁচজন আহত হন। এদের মধ্যে মিরাজ ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আর ওবায়দুর সর্দার ও আমিরুন নেছাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেন। জয়নুল ইসলাম বলেন, ‘আমি বলে জাঙ্গালিয়ার ইলিয়াস শেখকে পুলিশে দিয়েছি। কিন্তু আমি কিছুই জানি না। আর এ কারণে তিনি লোক দিয়ে আমাদের ওপর হামলা করেছে’।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের খোঁজ পাওয়া যায়নি। এমনকি বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।