করোনা প্রকোপ বাড়তির দিকে থাকায় বই মেলার সময় কমিয়ে সাড়ে ৩ ঘণ্টা করার সিদ্ধান্ত হয় বুধবার (৩১ মার্চ)। প্রকাশকদের সঙ্গে আলাপ না করে এই সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মেলায় অংশ নেওয়া প্রকাশক ও প্রকাশক সমিতির নেতারা।
তারা বলছেন, মেলা পরিচালনা কমিটির সভা ছাড়া কিংবা টেলিফোনেও ন্যুনতম যোগাযোগ না করে এধরনের সিদ্ধান্ত কিভাবে হয়? আমাদের সঙ্গে কথা বললে সময়টা ৫টা থেকে ৮টা করার পরামর্শ দেওয়া যেতো। মানুষ মেলায় আসেই সন্ধ্যার পরে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রকাশকরা সভা ডেকেছেন। সভা শেষে নেওয়া সিদ্ধান্ত বাংলা একাডেমির মহাপরিচালককে জানাবেন তারা। একইসঙ্গে মেলাপ্রাঙ্গণে মানববন্ধন করার কথাও জানান প্রকাশকেরা।
বুধবার সকালে বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (জনসংযোগ) অমরেশ কুমার ব্যানার্জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমর একুশে বই মেলা ২০২১-এর সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এখন থেকে বই মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
জাগৃতি প্রকাশনীর রাজিয়া রহমান জলি মনে করেন, সিদ্ধান্তটি প্রকাশকদের সঙ্গে আলাপ করে নেওয়া যেত। তিনি জানান বৃহস্পতিবার বিকালে প্রকাশকরা মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ও ভাষাচিত্রের কর্ণধার খন্দকার সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, দুপুরে বই মেলায় কেউ আসে না। সেক্ষেত্রে মেলা যদি তিন সাড়ে তিন ঘণ্টার করতে হয় সেটা ৫টা থেকে শুরু করুক। প্রকাশকদের সঙ্গে কথা না বলে এই সিদ্ধান্ত কীভাবে জানিয়ে দেওয়া হলো সেই প্রশ্ন তোলেন এই প্রকাশক।
সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, বৃহস্পতিবার প্রকাশকদের সঙ্গে সভা করে তারপর আমরা মহাপরিচালকের সঙ্গে দেখা করবো। বুধবার তিনি সময় দিতে পারেননি। কোনও যোগাযোগ না করে, পরিচালনা কমিটির সঙ্গে মিটিং না করে এ সিদ্ধান্ত নেওয়ায় আমরা স্তম্ভিত। এ বিষয়ে বাংলা একাডেমির বই মেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, এটি উচ্চপর্যায় থেকে আসা সিদ্ধান্ত। এ বিষয়ে আমাদের আলাপ করার কিছু ছিল না।