চলতি সময়ের চরিত্রাভিনেতাদের মধ্যে অন্যতম আনন্দ খালেদ। নাটক-সিনেমা, দুটো মাধ্যমেই তিনি সমান সরব ও সফল। সঙ্গে সোশ্যাল হ্যান্ডেলেও সমান জাগ্রত নানাবিধ উৎসব আর ইস্যুতে। প্রায়শই নানা বিষয়ে গান লিখে, সুর করে, গেয়ে, বাজিয়ে ফেসবুক দেয়ালে প্রকাশ করেন তার মনের ক্রিয়া-প্রতিক্রিয়া। সেখান থেকেও আনন্দ অর্জন করেন ভালো করতালি।
তবে এসব ছাপিয়ে সংগীতে এবার ভালোই সিরিয়াস হলেন আনন্দ। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন প্রথম পূর্ণাঙ্গ মৌলিক গানচিত্র। মজার বিষয় হলো, নাম আনন্দ হলেও শুরুটা হলো বেদনার গান দিয়ে! ‘স্বপ্নে কেন আসো না?’ শিরোনামের গানটিতে প্রেমিকার প্রতি অভিমান মাখা বেদনার কথাগুলো এমন—মনোবিজ্ঞানীরা বলে যা ভাবি সারাদিন তাই নাকি স্বপ্নে আসে/ সারাটা দিন ধরে তোমার কথাই তো ভাবি তবু কেন রাতে স্বপ্নে আমার তুমি আসো না…।
আনন্দ খালেদের কথা, সুর ও কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এর ভিডিও নির্মাণ হয়েছে কক্সবাজার সৈকতের ঝাউবনে। নির্মাণ করেছেন তন্ময় শরীফ। চলতি সপ্তাহে গানচিত্রটি ইউটিউবে প্রকাশ করেছেন দেশের ঐতিহ্যবাহী প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।
‘স্বপ্নে কেন আসো না?’ প্রসঙ্গে আনন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার নাম আনন্দ হলেও শুরুটা করেছি বেদনা বা বিরহের গান দিয়ে। এটিকে গভীর প্রেমের গানও বলা যেতে পারে। আসলে বিরহ ছাড়া শুদ্ধতম প্রেম যেন অপূর্ণ। প্রিয়তমাকে যেকোনও উপায়ে পেতে চায় প্রেমিক। বাস্তবে না হলেও স্বপ্নে সে পেতে চায়। কিন্তু সেই স্বপ্নে কেন আসে না প্রেমিকা—গানে গানে আমার প্রশ্ন সেখানেই। তবে কি আমার প্রেমে খাদ ছিল!’
ভিডিও প্রসঙ্গে যোগ করেন, ‘প্রেম বিষয়টি বিশাল একটা ব্যাপার। এর কোনও সীমানা নেই। আবার সমুদ্রও বিশাল, আমার স্বপ্নের মতো। তাই বিশাল সমুদ্রের কাছেই শুটিং করেছি গানটির। প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি। নিয়মিত গান করার সাহসটা বেড়ে গেলো!’