২০ লাখ টাকাসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন কক্সবাজারের ভূমি অধিগ্রহণ (এলএও) শাখার সার্ভেয়ার আতিকুর রহমান।
শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগদ টাকাসহ তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম।
বিষয়টি স্বীকার করে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোয়েন্দা সংবাদের ভিক্তিতে ঢাকা বিমানবন্দর থেকে কক্সবাজারে দায়িত্বরত সার্ভেয়ার আতিককে নগদ ২০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে এ টাকার উৎস সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
সংশ্লিষ্ট সূত্রমতে, শুক্রবার সকাল ৯টায় বেসরকারি একটি বিমানে করে কক্সবাজার থেকে ঢাকা যান সার্ভেয়ার আতিকুর রহমান।
এ বিষয়ে জানতে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদকে ফোন করা হয়। কল হলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলে তারও উত্তর দেননি ডিসি।