হজ ফ্লাইট শুরু হওয়ার পর বুধবার (২২ জুন) পর্যন্ত গত ১৮ দিনে ৮৭টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৩১ হাজার ৫৩৯ জন হজযাত্রী। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়। সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৮ হাজার ১৫৪ জন রয়েছেন।
৮৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।
বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্রথম থেকে সপ্তম ফ্লাইটের সব হজযাত্রীরা মদিনা পর্ব শেষে এখন মক্কায় অবস্থান করছেন। সরকারি ব্যবস্থাপনায় যাওয়া বিজি-৩০১৩ ফ্লাইটের সকল হজযাত্রী মদিনায় ৮ দিন অবস্থান, রাসুল (সা:) এর রওজা মোবারক জিয়ারত, মসজিদে নববিতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ শেষে বুধবার সন্ধ্যায় মক্কায় পৌঁছেছেন।
সৌদি আরবে এখন পর্যন্ত ৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।
সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।