২০১৮ সালের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের কথা মনে আছে তো? দেশজুড়ে কত কিছুই না ঘটেছিল ওই আন্দোলনকে ঘিরে। সেই আন্দোলনকে মূল উপজীব্য করেই নির্মিত হয়েছে সিনেমা। ‘নাম বিক্ষোভ’। পরিচালনায় আছেন শামীম আহমেদ রনি। প্রযোজনায় রয়েছে দেশের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
এ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের তরুণ নায়ক শান্ত খান এবং কলকাতার অন্যতম সুন্দরী নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এটি এ জুটির প্রথম সিনেমা। এখানে শান্তকে ছাত্রের ভূমিকায় এবং শ্রাবন্তীকে একজন শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি শুক্রবার (১০ জুন) সারা দেশের অন্তত অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
তারই অংশ হিসেবে এরইমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার এবং গান। এতে প্রতিটি চরিত্র ছিল নজরকাড়া। বিশেষ করে শান্ত এবং শ্রাবন্তী নজরে কেড়েছেন সবার। যা সিনেমাটির ব্যাপারে উত্তেজনার পারদ যেন বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সিনেমার ট্রেলার প্রকাশ হওয়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল।
ট্রেলার দেখার পর উত্তেজনা চেপে রাখতে পারেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ‘বিক্ষোভ’-এর অকুণ্ঠ প্রশংসায় মেতেছেন দর্শকরা।
সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী চিত্রনায়ক শান্ত খান। তিনি বলেন, ‘সহশিল্পী হিসেবে আছেন কলকাতার সুপারস্টার নায়িকা শ্রাবন্তী, বলিউডের রাহুল দেব, কলকাতার রজতাভ দত্ত, বাংলাদেশের সাদেক বাচ্চু, অমিত হাসান, শিবা শানু, সাবেরী আলম প্রমুখ। সবাইকে বলব, ছবিটি আপনারা হলে এসে দেখুন। কথা দিচ্ছি, আপনাদের সময় নষ্ট হবে না।’
এদিকে, কলকাতা থেকে এক ভিডিও বার্তায় নায়িকা শ্রাবন্তী ‘বিক্ষোভ’ চলচ্চিত্রটি সিনেমা হলে গিয়ে দেখার আমন্ত্রন জানান তার ভক্ত-দর্শকদের।
২০১৯ সালে এই সিনেমার কাজ শুরু হয়েছিল। ২০২১ সালের ১৪ মে প্রকাশ পায় এটির টিজার। টিজার ও গানে ফুটে উঠেছে নিরাপদ সড়কের কথা। প্রয়োজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া সুত্রে জানা গেছে, সিনেমাটি অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। যদিও সেই তালিকা এখনো চুড়ান্ত হয়নি।
এদিকে, সিনেমা মুক্তির আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেরাণীগঞ্জের লায়ন সিনেমাসে হবে ‘বিক্ষোভ’-এর প্রিমিয়ার শো। সেখানে সিনেমার পরিচালক-প্রযোজক এবং অভিনয়শিল্পীরাসহ শোবিজের অনেকেই উপস্থিত থাকবেন। এরপর শুক্রবার থেকে সিনেমাটি দেখা যাবে প্রেক্ষাগৃহে।