অস্ট্রেলিয়ার সিডনি শহরে আগামী ৮ জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিডনি চলচ্চিত্র উৎসব ২০২২’। চলবে ১৯ জুন পর্যন্ত। এই উৎসবে প্রতিযোগিতা পর্বের জুরি বোর্ডের বিচারকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
এই বিভাগের বিচারক হয়ে প্রতিযোগিতা বিভাগের ১২টি সিনেমার মধ্য থেকে একটিকে পুরস্কার দেওয়ার জন্য চূড়ান্ত করবেন ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’, ‘মেইড ইন বাংলাদেশ’, ‘পিঁপড়াবিদ্যা’ ছবিগুলোর এই পরিচালক।
ফারুকীর সঙ্গে জুরি বোর্ডে থাকবেন- অভিনেতা ও পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া); যিনি একই সঙ্গে জুরি সভাপতিও, বাফটা মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ার বিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।
আগামী ১৯ জুন স্টেট থিয়েটারে উৎসবের পর্দা নামবে। সিডনি চলচ্চিত্র পুরস্কার বিজয়ীর নামও শেষ দিনেই ঘোষণা করা হবে। গত বছর সিডনি চলচ্চিত্র পুরস্কার জিতেছিল ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রসুলফের ছবি ‘দেয়ার ইজ নো ইভিল’।