ভারতে নতুন করে ভয় দেখাচ্ছে ওয়েস্ট নীল ফিভার। রবিবার কেরলে এই জ্বরে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ৪৭ বছর বয়সী পুথানপুরাকল জোবির বাড়ি ত্রিশুর জেলার পানঞ্চেরি এলাকায়। সাম্প্রতিক সময়ে কেরলে পতঙ্গবাহিত রোগে এই প্রথম মৃত্যু হলো। মৃত্যুর কারণ জানার পর রীতিমতো শঙ্কিত কেরলের স্বাস্থ্য দপ্তর। ওয়েস্ট নীল জ্বর, কিউলেক্স প্রজাতির মশাবাহিত রোগ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
এর আগে ২০১৯ সালে ওয়েস্ট নীল ফিভারে কেরলে একজনের মৃত্যু হয়েছিল। চিকিত্সকরা জানিয়েছেন, ১৭ মে পুথানপুরাকল জোবির জ্বর আসে। সঙ্গে অন্যান্য উপসর্গ দেখা দেয়। এজন্য বিভিন্ন হাসপাতালে তার চিকিত্সা চলে। দিন দুই আগে তাকে ত্রিশুরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিভিন্ন পরীক্ষার পর চিকিত্সকরা নিশ্চিত হন, ওই ব্যক্তির ওয়েস্ট নীল ফিভারই হয়েছে।
এই জ্বরের আতঙ্ক আরও বাড়িয়ে পানঞ্চেরি পঞ্চায়েত সমিতির সভাপতি পি রভেন্দ্রন জানিয়েছেন, হাসপাতালে আক্রান্ত ব্যক্তির সঙ্গে থাকা আরও দুই ব্যক্তির জ্বর এসেছে। তাদের শরীরেও একইরকম উপসর্গ দেখা দিয়েছে। ওই ব্যক্তিদেরও রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ব্যাপারে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসিক এলাকায় মশার প্রজনন স্থান ধ্বংস করতে পানঞ্চেরি পঞ্চায়েতের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
কোথাও যাতে পানি জমতে না-পারে, তা দেখতে বলা হয়েছে। পাশাপাশি, রোগ প্রতিরোধ করতে বাসিন্দাদের রক্তের নমুনা সংগ্রহের নির্দেশও দিয়েছেন পঞ্চায়েতের কর্তারা। কীভাবে ওয়েস্ট নীল ফিভারের বিস্তার ঠেকানো যায়, তা নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে পঞ্চায়েত সমিতির কর্তারা ইতিমধ্যেই বৈঠক করেছেন। কেরল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, ওয়েস্ট নীল ভাইরাস আক্রান্তের শরীরে স্নায়বিক সমস্যাও তৈরি করে। ৪০ শতাংশ সংক্রমিত হয়ে যাওয়ার পরও এর লক্ষণ বোঝা যায় না। যখন বোঝা যায়, তখন আর কিছু করার থাকে না। এই রোগ মূলত সংক্রমিত মশার কামড়ের মাধ্যমেই ছড়ায়।