পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক সাংবাদিককে পেটানোর ঘটনায় নির্বাহী প্রকৌশলীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রোববার (২২ মে) রাত ৮টার দিকে সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন মারধরের শিকার সাংবাদিক ইয়ারব হোসেন।
মামলায় অভিযুক্তরা হলেন পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের (৫০), উপ বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন (৪৭), কার্যালয়ের প্রধান সহকারী শাহিনুর রহমান (৪২), উপ সহকারী প্রকৌশলী তন্ময় কুমার (৩৮), ঠিকাদার মুনছুর আলী (৪৮), সিকিউরিটি গার্ড শহিদুল ইসলামসহ (৪৭) অজ্ঞাতনামা ১০-১২ জন।
হামলার শিকার ইয়ারব হোসেন মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, পানি উন্নয়ন বোর্ডে সাংবাদিক ইয়ারব হোসেনকে পেটানোর ঘটনায় নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। এজাহারে ছয়জনের নাম উল্লেখপূর্বক ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদরের বেতনা নদী খনন প্রকল্পের তথ্য সংগ্রহের জন্য সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে যান সাংবাদিক ইয়ারব হোসেন। তথ্য চাওয়ার পর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের নির্দেশে বাকিরা লাঠিসোটা নিয়ে বেধড়ক মারপিট শুরু করেন।
খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জেলা ও উপজেলার শতাধিক সাংবাদিক উপস্থিত হন পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে। দুর্নীতিগ্রস্থ প্রকৌশলী আবুল খায়েরসহ জড়িতদের শাস্তির দাবিতে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। প্রতিবাদ সমাবেশ চলে দুপুর ২টা পর্যন্ত।
সাংবাদিক আকরামুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, রেজাউল ইসলাম, মশিউর রহমান ফিরোজ, বেলাল হোসাইন, তালা প্রেস ক্লাবের সভাপতি এস.এম. নজরুল ইসলাম, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি আকরাম হোসেন খান বাপ্পি, গণফোরামের সাতক্ষীরা সভাপতি আলী নুর খান বাবুলসহ আরও অনেকে।
প্রতিবাদ সমাবেশে আগামী সাত দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ প্রকৌশলী আবুল খায়েরকে অপসারণসহ জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। তা না হলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে সাতক্ষীরা প্রেস ক্লাবের পক্ষ থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে প্রতিবাদ সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।