মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে সোমবার। এই ক্যাম্পের জন্য জাতীয় দলের স্প্যানিশ কোচ ২১ জন ফুটবলারকে ডেকেছেন।
বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলতে কলকাতা যাওয়ায় ওই দলের খেলোয়াড়দের বাদ দিয়েই অনুশীলন শুরু করতে যাচ্ছেন ক্যাববেরা। কোচ অনুশীলনের জন্য বাফুফে একাডেমির একজন গোলরক্ষক ডেকেছেন। তবে তাকে ডাকা হয়েছে দলের সঙ্গে শুধু অনুশীলনের জন্য। এই ২১ জনের মধ্যে সর্বাধিক ৫ জন ফুটবলার আছেন আবাহনীর।
বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড
আবাহনী : টুটুল হোসেন বাদশা, শহীদুল আলম সোহেল ( গোলরক্ষক), রাকিব হোসেন, নাবিব নেওয়াজ জীবন, আবু সাইদ।
সাইফ এসসি : রিয়াদুল হাসান, জামাল ভুঁইয়া, মারাজ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।
শেখ রাসেল ক্রীড়া চক্র : রহমত মিয়া, সাদ উদ্দিন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক)।
মোহামেডান : জাফর ইকবাল।
শেখ জামাল : মোহাম্মদ নাঈম, মিতুল মারমা (গোলরক্ষক), রায়হান হাসান।
বাংলাদেশ পুলিশ এফসি : ইসা ফয়সাল।
চট্টগ্রাম আবাহনী : সোহেল রানা।
উত্তর বারিধারা : পাপন সিং।
বাফুফে একাডেমি : আসিফ হোসেন (শুধু অনুশীলনের জন্য)।