ঘুরতে কিংবা কাজের প্রয়োজনে তারকারা বিদেশে যান, এটা স্বাভাবিক ব্যাপার। তবে একসঙ্গে যখন অনেক তারকা একই গন্তব্যে উড়াল দেন, তখন সেটা ভিন্ন কিছুই বটে। গতকাল থেকে দেশের বেশ কয়েকজন তারকা কলকাতায় গেছেন।
এই তালিকায় আছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ, ফোকসম্রাজ্ঞী মমতাজ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, গায়িকা কোনাল, চিত্রনায়িকা ববিসহ আরও অনেকে। কিন্তু কেন? হঠাৎ কী কারণে তারা সবাই কলকাতায় উড়াল দিলেন?
জানা গেছে, কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই দেশের তারকারা পশ্চিমবঙ্গে গেছেন। সেটার নাম ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’। গত কয়েক বছর ধরে এই আয়োজনে বাংলাদেশের শিল্পীদেরও পুরস্কার দেওয়া হচ্ছে।
গত বছর এই পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছিলেন ঢালিউডের কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। একইসঙ্গে পুরস্কৃত হন বাংলাদেশের সংগীতশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসর। টেলিসিনে সোসাইটির উদ্যোগে এই আয়োজন বসছে কলকাতার রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে। সেখানে কলকাতা ও ঢাকার তারকাদের সম্মেলন ঘটবে।