ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। লি জিমিং বলেন, আমি ড. মোমেনের সঙ্গে অন্য দেশের ঋণের ফাঁদ নিয়ে আলোচনা করেছি। তবে আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বাংলাদেশ কোনো দেশের ঋণের ফাঁদে পা দেবে না, সেই সম্ভাবনাও নেই।
এদিকে চীনা দূতের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বুধবার বিকালে ঘণ্টাব্যাপী বৈঠকে ওই আলোচনা হয় বলে মন্ত্রী নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেন। বলেন, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছিল যেটি অনেকদিন স্থগিত ছিল। এখন মিয়ানমার কিছুটা এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। আমরা তাদের কাছে জানতে চেয়েছি কীভাবে কী করা যায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়াটি শুরু করা উচিত। চীনের মধ্যস্থতায় কত দ্রুত প্রত্যাবাসন শুরু করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।