মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের জাল সনদের মাধ্যমে বাংলাদেশের ভোটার তালিকাভুক্ত করার প্রতিবাদে বান্দরবানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ‘সচেতন এলাকাবাসী’ ব্যানারে বুধবার (১১ মে) শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বহিরাগত রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব সনদ প্রদান করে ভোটার তালিকাভুক্ত করেন।
তারা অভিযোগ করেন, চেয়ারম্যান উক্যনু মার্মা এবং ইউপি সদস্য জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর অনুদানের ঘরও কয়েকজন রোহিঙ্গা নাগরিকদের বরাদ্দ দিয়েছেন। তবে এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: জসিম উদ্দিন বলেন, অভিযোগগুলো সত্য নয়। উল্টে তারা দাবি করেন, কাইচতলী এলাকার কতিপয় ব্যক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা জানান, ভোটার তালিকায় রোহিঙ্গা নাগরিকদের অন্তর্ভুক্তির বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। তবে বান্দরবান সদর উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমা জানান, অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন কথিত রোহিঙ্গা নাগরিকের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।