পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ৪ সদস্যের একটি দল ৬ থেকে ৭ দিনের জন্য যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। রোববার (৮ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন ফারুক খান।
দলের অন্য সদস্যরা হলেন- পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ। ১৪ মে ওয়াশিংটনের উদ্দেশে তারা রওনা হতে পারেন। জানা গেছে, পারস্পরিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কমিটির সঙ্গে বৈঠক করবে আওয়ামী লীগের এই সংসদীয় দল।
ফারুক খান বলেন, দলের কার্যনির্বাহী সংসদের সভায় যুক্তরাষ্ট্র সফরের জন্য আমার নেতৃত্বে একটি সংসদীয় টিম গঠন করে দেওয়া হয়েছে। আমরা এই সফরে দেশটির কংগ্রেশনাল ফরেন অ্যাফেয়ার্স কমিটিসহ বিভিন্ন কমিটির সঙ্গে বৈঠক করবো।এসব বৈঠকে পারস্পরিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, আমরা ১৪ মে সফরে যেতে পারি। সফরটি ৬-৭ দিনের হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তাদের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।