বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাম পায়ের পিছনের অংশ কেটে গেছে। সেখানে ২৭টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন তিনি। আপাতত গুরুতর অবস্থায় নেই জানিয়ে মাশরাফি বললেন, আল্লাহর কাজ সব ভালো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে মাশরাফি লিখেছেন, ‘নিশ্চই মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি এখন। চিন্তা করার মতো গুরুতর অবস্থায় আপাতত নাই ইনশাল্লাহ। কিছু দিন বেড রেস্টে থাকতে হবে।’
সেই পোস্টে অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন মাশরাফি, ‘অনেকেই ম্যাসেজ দিয়েছেন, ফোন করে জানতে চেয়েছেন। আপনাদের সবাইকে জানাতে পারিনি বলে দুঃখিত। সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ, আল্লাহর কাজ সব ভালো।’
শনিবার নিজ বাসায় অবস্থান করছিলেন মাশরাফি। সেখানে কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে তার। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে বেশ খানিকটা অংশ কেটে যায়।
দুর্ঘটনার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্ষত স্থানে ২৭টি সেলাই লাগে। চিকিৎসার পর শঙ্কা কেটে গেলে বাসায় নেওয়া হয় মাশরাফিকে। আপাতত নিজ বাসায় বিশ্রামে আছেন তিনি।
এমনিতেই ইনজুরিতে জর্জর মাশরাফির ক্যারিয়ার। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগেও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। যার জন্য লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি। ঝুঁকি আছে জেনেও পরবর্তীতে খেলা চালিয়ে গেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।