গল্প, আড্ডা ও মেহেদীর রঙে দু’হাত রাঙিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন করল ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার বোদা পঞ্চগড় এর বন্ধুরা। অনলাইন টকশো “তারুণ্যের ঈদ ভাবনা ” থেকে অনুপ্রাণিত হয়ে, এবং সেদিনের তাদের কমিটমেন্ট অনুযায়ী ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার এর বন্ধুরা পঞ্চগড়ের ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। পঞ্চগড়ের রেল স্টেশনের এর আশেপাশে যেসব ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশু ছিল, তাদের প্রত্যেকের হাতে একটি করে গিফট প্যাকেট (খাবার) দিয়েছে৷ প্রতিটি প্যাকেটে ২ টি চকলেট, ২ টি পালস, ২ টি খেজুর ১ প্যাকেট বিস্কুট, ১ টি কেক দিয়ে তারা মোট ৭০ টি প্যাকেট প্রস্তুত করেছিল। সেই সাথে মোট ২৬ জন শিশুর হাতে তারা মেহেদী এঁকে দিয়েছি। তাদের সাথে গল্প, আড্ডায় ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিয়েছে।