ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, এ বছর ডিএমপি আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ায় ঈদের ছুটিতে চুরি-ছিনতাই বাড়েনি। আর যেসব এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা।
বুধবার (৪ মে) ঈদকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, গেল রমজানে ডিএমপির অভিযানে প্রায় দুই শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তিনি আরও বলেন, এবার বড় কোনও ইনসিডেন্ট নেই। এর ধারাবাহিকতায় ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা এবার অনেক কমানো সম্ভব হয়েছে।