ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী বৃহস্পতিবার ঢাকায় আসছেন। দু’দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়াও বাংলাদেশ সফরকালীন সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফর করেছেন।
সংগত কারণেই এবার বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একজন নেতার ভারত সফরের কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই মাসে ভারত সফরে যেতে পারেন। এ বিষয়টি নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জয়শঙ্করের সফরে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। এ ছাড়া আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।