পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার সকাল আটটা থেকে ২৯ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। তবে কাউন্টারগুলোতে রয়েছে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ সারি। রাজধানীর কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ গতকাল সন্ধ্যায় স্টেশনে এসেছেন। কেউ এসেছেন রাতে।
টিকিট প্রত্যাশীরা বলছেন, ‘এত এসির টিকিট, এত অল্প সময়ে কীভাবে শেষ হলো? কাউন্টার থেকে বলা হচ্ছে এসির টিকিট পেতে হলে আরও আগে আসতে হবে। তারা আরও বলেন, ‘আজ সকাল ৮টা ২০ মিনিট নাগাদ কয়েকটি রেলপথের এসির টিকিট শেষ হয়ে গেছে বলে কাউন্টার থেকে জানানো হয়।’
টিকিট প্রত্যাশীদের অভিযোগ, অনেকে রাতে স্টেশনেই ছিলেন। তারা সাহরি করেছেন এখানে। এরপরও টিকিট পাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা। আজ ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি চলবে বিকেল চারটা পর্যন্ত। কমলাপুর রেলস্টেশনে কাউন্টার আছে ২৩টি। এর মধ্যে ১৬টি কাউন্টার থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।