চিপস চুরির অভিযোগে আট বছরের শিশুকে পিঠমোড়া করে নিয়ে যাচ্ছেন এক পুলিশ। পাশে দাঁড়ানো আরও দুই পুলিশ কর্মকর্তা তাতে সমর্থন দিচ্ছেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামান্য চিপস ‘চুরি’র অভিযোগে একটি শিশুর সঙ্গে এমন ভয়ঙ্কর আচরণ করায় পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন বেশিরভাগ মানুষ। শেষ পর্যন্ত এ নিয়ে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ। খবর এএফপির।
ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, এক কৃষ্ণাঙ্গ শিশুকে পিঠমোড়া করে ধরে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন সিরাকিউজ পুলিশ বিভাগের এক কর্মকর্তা। শিশুটি ভয়ে কাঁদছিল আর পাশে দাঁড়িয়ে আরও দুই পুলিশ কর্মকর্তা সেসব দেখছিলেন।
এসময় ভিডিওধারণকারী ব্যক্তি তাদের জিজ্ঞেস করেন, আপনারা সবাই কী করছেন? শিশুটিকে ধরে রাখা পুলিশ কর্মকর্তা তাকে জবাব দেন, আন্দাজ করুন আমি কী করছি! এসময় আরেক পুলিশ কর্মকর্তা বলেন, শিশুটি চুরি করছিল।
তখন ওই ব্যক্তি অভিযোগ করেন, পুলিশ শিশুটির সঙ্গে এমন আচরণ করছে যেন সে ‘ঠাণ্ডা মাথার কোনো অপরাধী’। শিশুটিকে পুলিশের হাত থেকে মুক্ত করতে একপর্যায়ে তিনি চিপসের দাম মিটিয়ে দেওয়ারও প্রস্তাব দেন।
কিন্তু পুলিশ কর্মকর্তারা কোনো কথা শোনেননি। শিশুটিকে নিয়ে চলে যান তারা। এসময় একটি ছোট সাইকেলও গাড়িতে তুলে নেওয়া হয়। সম্ভবত ওই শিশু সাইকেলটি চালিয়ে দোকানে গিয়েছিল।