বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত অবৈধ সম্পদ অর্জনের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রীর করা পৃথক তিনটি রিটের রুলের চূড়ান্ত শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য রেখেছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ গতকাল মঙ্গলবার এই দিন ধার্যের আদেশ দেন। গতকাল এসব রিট মামলা শুনানির জন্য সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল।
আদালতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলা দায়েরের পরই তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট করেন তারা। ঐ রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে হাইকোর্ট। এখন ঐসব জারিকৃত রুল নিষ্পত্তির উদ্যোগ নিল দুদক।