কক্সবাজারে গভীর সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছেন র্যাব-১৫ এর সদস্যরা। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে কক্সবাজারের নাজিরারটেক চ্যানেল থেকে তাদের আটক করা হয়। এ সময় মানবপাচারে ব্যবহৃত ট্রলার ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন- শাহ জাহান (৩৭), মো. পারভেজ (২৩), মো. আব্দুল মাজেদ (২৭),আমির মো. ফয়সাল (২৪), মো. শাকের (৩০) ও মো. রফিক আলম (৩৫)।
র্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল আমিন সরকার বলেন, এই মানবপাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন যাবৎ র্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলার আটক করা হয়। ট্রলারটি তল্লাশি করে অস্ত্র ও মোবাইলসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন- মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা মানবপাচারকারীদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে এই চক্র নারীদের বিদেশে যেতে প্রলুব্ধ করে। কেউ যেতে না চাইলে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। আটকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।