পটুয়াখালীতে অপহরণের ২৪ ঘণ্টা পর অপহৃত ব্যবসায়ী শিবুলাল দাসকে (৫৪) গাড়ি চালকসহ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে শহরের এসপি কমপ্লেক্স শপিং মলের আন্ডারগ্রাউন্ড থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারের পর পরই শিবুলাল দাস ও তার গাড়িচালককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ। অপহৃত ব্যবসায়ী শিবুলাল দাস বলেন, প্রশাসনের তৎপরতায় ও পরিশ্রমে আজ আমি উদ্ধার হয়েছি। প্রশাসন ও জেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকলের কাছে দোয়া চান।
দি পটুয়াখালী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, আমাদের ব্যবসায়ীকে প্রশাসন উদ্ধার করেছে তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই ব্যবসায়ী অপহরণের মূল কারণ উদঘাটনের দাবি জানান তিনি।
পটুয়াখালীর পুলিশ সুপার মো শহীদুল্লাহ্ বলেন, অপহরণের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সোমবার রাত ১০টার দিকে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী শহরে ফেরার পথে ব্যবসায়ী শিবুলাল দাস অপহরণের শিকার হন। রাত ৩টার দিকে শিবুলাল দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তা স্ত্রীর ফোনে কল করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।