জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে দেশটির অর্থনৈতিক সংকটের জন্য করোনা মহামারিকে দায়ী করেছেন। তিনি বলেন, করোনার কারণেই অর্থনীতি দুর্বল হয়েছে এবং বিদেশি মুদ্রার রিজার্ভ কমে গেছে। দেশটিতে আর্থিক সংকটের কারণে ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী এই তথ্য জানালেন। প্রধানমন্ত্রী মাহিন্দা বলেন, করোনার কারণেই আমরা এই সংকটের মধ্যে পড়েছি। আমরা জানতাম যে, অর্থনৈতিক পরিস্হিতি খারাপ হয়েছে। তারপরও করোনা ভাইরাসের হানা থেকে মানুষকে বাঁচানোর জন্য আমাদেরকে লকডাউন দিতে হয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে।
তিনি বলেন, আমি এবং প্রেসিডেন্ট প্রতি মুহূর্তেই চেষ্টা করছি কিভাবে দেশকে এই আর্থিক সংকট থেকে রক্ষা করা যায়। তিনি বিক্ষোভকারীদের প্রতি বিক্ষোভ বন্ধের আহ্বান জানান এবং এর ফলে সংকট আরো বাড়ছে বলে উল্লেখ করেন। এদিকে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বৈঠকে বসলেও সেখান থেকে কোনো সমাধান আসেনি বলে কয়েকটি সূত্র জানিয়েছে।