সময়ের দাবী
No Result
View All Result
Friday, July 4, 2025
  • Login
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
সময়ের দাবী
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • বর্তমান বিশ্ব
  • দেশজুড়ে
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • শিক্ষা
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী
  • English
No Result
View All Result
সময়ের দাবী
No Result
View All Result
Home অর্থনীতি

আজ থেকে কারখানায় চার ঘণ্টা গ্যাস বন্ধ

April 12, 2022
in অর্থনীতি
Reading Time: 1min read
A A
0
আজ থেকে কারখানায় চার ঘণ্টা গ্যাস বন্ধ
Share on FacebookShare on Twitter

বিদ্যুৎ ও গ্যাসের অভাবে উদ্যোক্তারা উৎপাদন চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। কিন্তু এবার ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে তাদের ওপর চেপে বসেছে গ্যাস রেশনিং। আজ মঙ্গলবার থেকে দেশে প্রথমবারের মতো কলকারখানায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা। গতকাল সোমবার পেট্রোবাংলা থেকে এসংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ থেকে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই ১৫ দিন শিল্পে নির্ধারিত সময়ে গ্যাস ব্যবহার বন্ধ রাখতে শিল্পমালিকদের ‘বিশেষভাবে অনুরোধ’ করা হয়েছে। পেট্রোবাংলার নির্দেশনা ঠিকভাবে মানা হয় কি না, তা দেখার জন্য গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে নিয়মিত মনিটরিং করার নির্দেশনাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে সিএনজি স্টেশন, সার কারখানা এবং দোকানপাটে গ্যাস ও বিদ্যুৎ রেশনিং করা হলেও শিল্প খাতে এই প্রথম এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো।

উদ্যোক্তারা বলছেন, গত কয়েক মাস ধরে এমনিতেই কলকারখানায় গ্যাসের চাপ নেই। কোনো কোনো কারখানায় গ্যাসের চাপ শূন্যের কোঠায় ছিল। গ্যাস না থাকায় কারখানার মালিকেরা বিদ্যুৎ দিয়ে উৎপাদন চালিয়ে রাখার চেষ্টা করেছেন। কিন্তু সেখানেও বিপত্তি। বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এ অবস্থায় গ্যাস রেশনিং করলে বিপদ আরো বাড়বে। তাদের মতে, চার ঘণ্টা উৎপাদন বন্ধ থাকলে একটি কারখানার উৎপাদন তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়বে। এর প্রভাব পড়বে বহুমাত্রিক। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ কষ্টদায়ক হবে। একজন উদ্যোক্তা বলেন, চার ঘণ্টা কারখানা বন্ধ রাখা কোনো বিষয় নয়। তবে ব্যাংক ঋণের সুদের চাকা বন্ধ থাকবে না। এর ফলে তাদের ওপর চাপ বাড়বে।

কয়েক জন কারখানামালিকের সঙ্গে কথা বললে তারা জানান, বাংলাদেশের সবচেয়ে বড় খাত হচ্ছে টেক্সটাইল, গার্মেন্টস এবং সংশ্লিষ্ট অন্যান্য খাত। এই খাতের কারখানাগুলো একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। যেমন স্পিনিং মিলগুলো সুতা করে, তা দিয়ে কাপড় তৈরি হয়, সেই কাপড় গার্মেন্টসে সেলাই করে রপ্তানি করা হয়। এ ক্ষেত্রে গ্যাসের ওপর নির্ভর করা শিল্পকারখানাগুলো বন্ধ থাকলে তার প্রভাব পড়বে গ্যাস রেশনিং প্রসঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন ইত্তেফাককে বলেন, এর ফলে কিছু কিছু কারখানার উত্পাদন একেবারেই বন্ধ হয়ে যাবে। কারণ এসব কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাসের প্রয়োজন পড়ে। ডায়িং কারখানাগুলোর উদাহরণ দিয়ে তিনি বলেন, এই খাতের কারখানায় একটি বয়লার চালু করতে এক ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। এছাড়া বন্ধ করার জন্য দুই ঘণ্টারও বেশি সময় লাগে।

এমন আরো অনেক কারখানা আছে, যেগুলো কয়েক মিনিটের জন্যও বন্ধ রাখা যায় না। আবদুল্লাহ আল মামুন বলেন, গত দুই বছর করোনার কারণে দেশীয় শিল্পমালিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেসব টেক্সটাইল মিল থেকে স্থানীয় বাজারে কাপড় বিক্রি করা হতো, তারা এবার আশায় বুক বেঁধে ছিলেন। সামনে পবিত্র ঈদুল আজহা। এই সময়ে মিলমালিকেরা তাদের বিক্রি হওয়া পণ্যের অর্থ হাতে পেয়ে থাকেন। এবারও সেটার ব্যাঘাত ঘটবে। তিনি বলেন, এমনিতেই এসব কারখানার ৩০ থেকে ৪০ শতাংশ নানা কারণে রুগ্ণ হয়ে পড়েছে। গ্যাস রেশনিং চললে এসব কারখানা পথে বসবে, সর্বোপরি শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা হবে।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি মাহমুদ হাসান খান এ বিষয়ে বলেন, ‘এমনিতে আগে থেকেই আমরা রেশনিং এর মধ্যে আছি। অধিকাংশ সময় আমরা গ্যাস পাই না। সেদিক থেকে বিচার করলে রেশনিং নতুন কিছু না।’ তিনি বলেন, যেসব কারখানা গ্যাস ছাড়া একেবারেই চলে না, সেগুলোর জন্য সমস্যা হবে। তবে শিল্পমালিকেরা চার ঘণ্টা গ্যাস রেশনিংয়ে সম্মত আছেন জানিয়ে তিনি বলেন, বাকি সময় যাতে কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকে, তার ব্যবস্থা করতে হবে।

এদিকে গতকাল দুপুরে রাজধানীতে বিদ্যুৎ ভবনে শিল্পমালিক ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, রমজানের এই সময়ে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়ে। আগামী ১৫ দিন তাই এই সময়টুকু সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে পারলে ভালো হয়। প্রতিমন্ত্রী বলেন, অব্যাহত উন্নয়নের ফলে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সুষম উন্নয়নের জন্য সম্মিলিতভাবে এই চাহিদা মোকাবিলা করা এখন সময়ের দাবি। সরকার জ্বালানি সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহা. সেলিম উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিটিএমএর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বারসের পরিচালক মালিক তালহা ইসমাইল বারী, পলমল গ্রুপের পক্ষে মেজর (অব.) মিজান, বিটিএমএর পরিচালক প্রকৌশলী রেজাউল করিম এবং বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ। প্রসঙ্গত, দেশে এখন দৈনিক ৪৪০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে ৩১০ কোটি ঘনফুট।

Share61Tweet38Share15
Previous Post

সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় ঝড়-শিলাবৃষ্টি হতে পারে

Next Post

৪০ বছর পর আবারও আসছে ‘হীরামন’

Related Posts

ফেরত আসছে না ঋণ, ব্যাংকের পর সংকটে আর্থিক প্রতিষ্ঠানগুলোও
অর্থনীতি

ফেরত আসছে না ঋণ, ব্যাংকের পর সংকটে আর্থিক প্রতিষ্ঠানগুলোও

July 4, 2025
ডলারের বিপরীতে টাকায় ঋণ সুযোগ
অর্থনীতি

ডলারের বিপরীতে টাকায় ঋণ সুযোগ

July 4, 2025
১০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ: এস আলম গ্রুপের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
অর্থনীতি

১০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ: এস আলম গ্রুপের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

July 4, 2025
দেশে মোট রিজার্ভ ৩১.৭১ বিলিয়ন ডলার
অর্থনীতি

দেশে মোট রিজার্ভ ৩১.৭১ বিলিয়ন ডলার

July 3, 2025
গেল বছরে রপ্তানি আয় বেড়েছে ৯ শতাংশ 
অর্থনীতি

ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে খারাপ অবস্থা

July 3, 2025
আকু বিল পরিশোধে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ
অর্থনীতি

আকু বিল পরিশোধে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

July 3, 2025
Next Post
৪০ বছর পর আবারও আসছে ‘হীরামন’

৪০ বছর পর আবারও আসছে ‘হীরামন’

Recent News

নির্বাচনের আগে অস্থিরতা দূর করতে হবে : ডা. শফিকুর

নির্বাচনের আগে অস্থিরতা দূর করতে হবে : ডা. শফিকুর

July 4, 2025

Categories

  • Uncategorized
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • বিনোদন
  • রাজনীতি
  • শিক্ষা
  • সময়ের দাবী
  • সম্পাদকীয়

Site Navigation

  • Home
  • Advertisement
  • Privacy & Policy
সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • বর্তমান বিশ্ব
  • অর্থনীতি
  • খেলার সংবাদ
  • বিনোদন
  • শিক্ষা
  • তথ্য ও প্রযুক্তি
  • সম্পাদকীয়
  • সময়ের দাবী

© 2021 - All Rights Reserved by Somoyerdabibd.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা
  • রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, আইনজীবীকে লাখ টাকা জরিমানা