তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় মাদরাসা পরিচালক মুফতি গোলাম কিবরিয়াকে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে দর্শনা থানা পুলিশ আদালতে নিয়ে আসলে বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মুফতি গোলাম কিবরিয়া দর্শনা স্টেশন রোডের তেতুলতলা এলাকার মাসুমা জান্নাত মহিলা মাদরাসার পরিচালক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী ছাত্রীর বাবার মৌখিক অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার পরিচালক মুফতি গোলাম কিবরিয়াকে আটক করে দর্শনা থানা পুলিশ। দুপুরে মুফতি গোলাম কিবরিয়াকে একমাত্র আসামি করে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
মুফতি গোলাম কিবরিয়া দর্শনা স্টেশন রোডের তেতুলতলা এলাকার মাসুমা জান্নাত মহিলা মাদরাসার পরিচালক।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, গোলাম কিবরিয়া কয়েকদিন আগে আমার মেয়েকে (১১) ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। মেয়ে ভয়ে আমাদের না জানালেও বিষয়টি তার সহপাঠীদের জানায়। পরে সেই সহপাঠীদের অবিভাবকের মাধ্যমে বিষয়টি জানতে পারি আমরা। এখন আমার মেয়ে সমাজে কিভাবে মুখ দেখাবে? আমরা ওই হুজুরের ফাঁসি চাই।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লুৎফুর কবির বলেন, ছাত্রীর বাবার ধর্ষণ মামলায় মাদরাসা পরিচালক গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন। ভুক্তভোগী ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার তার স্বাস্থ্য পরিক্ষা করা হবে।