কয়েকদিন ধরেই করোনার সঙ্গে লড়াই করছেন দেশের নন্দিত চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াৎ। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে পর্যন্ত নিতে হয়। আর সেখানে শুয়েই নিজের রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন তিনি। এক ভিডিওবার্তায় দেশবাসীর কাছে এ দোয়া চান তিনি।
কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক মারুফ নিজের ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেছেন। ভিডিওতে কাজী হায়াৎ বলেন, ‘আমি এই মুহূর্তে আইসিইউতে, ভালো আছি। আমার জন্য দোয়া করবেন সবাই। হয়তো এই যাত্রায় বেঁচেও যেতে পারি! আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।’
এর আগে কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (২২ মার্চ) ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে অভিনেতা কাজী মারুফ। বাবার অসুস্থতার কারণে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।
কাজী মারুফ বলেন, ‘বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। করোনা রোগীরা সাধারণত বেশি দুর্বল হয়ে পড়ে। বাবার শরীরও অনেক দুর্বল। বয়সের কারণে করোনার ধকলটা তিনি সামলাতে পারছেন না। ৯৬ শতাংশ পরিস্থিতির কারণে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এ অবস্থায় তাকে আরও দুই দিন থাকতে হবে। গতকাল পর্যন্ত বাবা ডা. সামনের তত্ত্বাবধানে ছিলেন। এখন তিনি অন্য একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।’
উল্লেখ্য, গত ২ মার্চ করোনা প্রতিরোধী টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ ও তার স্ত্রী। এরপর গত ৬ মার্চ থেকে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন তিনি। এ কারণে ৮ মার্চ সকালে স্ত্রীসহ করোনা পরীক্ষা করান। সে সন্ধ্যায়ই ফল আসে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।