অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (৩ এপ্রিল) থেকে সুপ্রিমকোর্ট খুলছে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের আগমনে আবারও মুখরিত হবে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট অঙ্গন। নিয়মিতভাবে মামলা পরিচালনার জন্য বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত বৃহস্পতিবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ পুনর্গঠন করে দেন প্রধান বিচারপতি। গত ৩১ মার্চ এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫০টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রধান বিচারপতি বলেছেন, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ৩ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইল।’ পরে ৫০টি বেঞ্চের বিচারপতিদের নামে বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়। কাউকে রিট, কাউকে ক্রিমিনাল, কাউকে কোম্পানি বেঞ্চ দেওয়া হয়েছে। গত ২০ মার্চ রোববার থেকে ৩১ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটিতে ছিলো।