কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) ব্রেইনে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কল্যাণ পার্টির যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার (২ এপ্রিল) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অস্ত্রোপচারের পর জেনারেল ইবরাহিমকে আইসিইউতে রাখা হয়েছে। তাকে সেখানে আগামী ৪৮ ঘণ্টা রাখা হবে।
জেনারেল ইবরাহিমের ব্রেইনের রক্তনালীতে বিশেষ রিং (ফ্লো ডাইভার্টার) লাগিয়ে রক্তক্ষরণ স্থলটি বন্ধ করার জন্য সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন করা হয়েছে। বিশিষ্ট নিউরো সার্জন প্রফেসর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে, জেনারেল ইবরাহিমের আপন ছোট ভাই প্রফেসর ডা. সৈয়দ মইনুদ্দীনসহ ঢাকা সিএমএইচের ৫ জন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসক এই অস্ত্রোপচার করেন। সাকিব আরও জানান, জেনারেল ইবরাহিম গত ২৯ মার্চ সকালে তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।