সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আইসিসি বোলিং র্যাংকিংয়ে উন্নতি করেছেন কয়েক ধাপ। আবারও শীর্ষ দশে প্রবেশ করেছেন সাকিব আল হাসান। সেইসাথে নিজের ক্যারিয়ারে সেরা অবস্থানে উঠে এসেছেন প্রোটিয়াদের বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ হওয়া তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দারুণ ঝলক দেখানো বোলারদের তালিকায় ৮ম স্থানে জায়গা করে নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আর তাসকিন ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩তম স্থানে। এটি তার ক্যারিয়ার সেরা অবস্থান।
বোলারদের র্যাংকিংয়ে সেরা দশে সাকিবের সঙ্গে আছেন দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। আগে থেকেই তিনি ছিলেন সপ্তম স্থানে । তার র্যাংকিং অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে পাঁচ ধাপ পিছিয়ে কাগিসো রাবাদা ৮ম থেকে গেছেন ১৩তম স্থানে। আর সিরিজে কোন উইকেট না পাওয়া কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আছেন ১৬ তে।
এদিকে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষ বিশে প্রবেশ করেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ১ ধাপ এগিয়ে তিনি এখন ২০তম অবস্থানে আছেন। অফ ফর্মে থাকা মুশফিকুর রহিম ৪ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ১৭ তে। অলরাউন্ডার র্যাংকিংয়ে যথারীতি সবার উপরে আছেন সাকিব আর ৯ম স্থানে মিরাজ।