শেষ হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি ধাপ। ২০২১-২২ মৌসুমে শেষ আটে জায়গা করে নিয়েছে ইউরোপের সেরা আট দল। আট দলের মধ্যে শেষ দুই দল হিসেবে জায়গা করে নিয়েছে চেলসি ও ভিয়ারিয়াল। বুধবার রাতে লিলকে হারিয়ে চেলসি ও জুভেন্টাসের বাধা টপকে শেষ আটে উঠে গেছে লিা লিগার দল ভিয়ারিয়াল।
ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলে ড্র করে এর প্রকার চমক সৃষ্টি করে সালসবুর্ক। তবে শেষ ষোলোর ফিরতি লেগে নিজেদের মাঠে প্রতিপক্ষকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন।
টুর্নামেন্টে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ প্রথম লেগে পিএসজির মাঠে গিয়ে ১-০ গোলে হারের স্বাদ পায়। কিন্তু দ্বিতীয় লেগে পিছিয়ে পড়ার পরও ৩-১ গোলের জয়ে শেষ আটে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
দ্বিতীয় লেগে ঘরের মাঠে ১-০ ব্যবধানে হারলেও এসি মিলানের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতে আসায় শেষ আটের টিকেট কাটে লিভারপুল । আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির কাছে প্রথম লেগে ৫-০ গোলে হেরে এক প্রকার বাদ যায় স্পোর্তিং লিসবন। কিন্তু দ্বিতীয় লেগে ঘরের মাঠে গোলশূন্য ড্রয়ের আবারও হতাশ হতে হয় এখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারা সিটি সমর্থকদের।
২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। আয়াক্সকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ অগ্রগামিতায় শেষ আটে উঠেছে বেনফিকা। আর সর্বশেষ, গতরাতে শেষ আটের টিকেট কেটেছে চেলসি ও ভিয়ারিয়াল।
প্রথম লেগে ২-০ গোলে জয়ের পর শেষ ষোলোর ফিরতি লেগে লিলকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। গতরাতের আরেক ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে উঠেছে ভিয়ারিয়াল। আগামী শুক্রবার (১৮ মার্চ) কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে কে কার মুখোমুখি হবে সেটা নির্ধারণে অনুষ্ঠিত হবে ড্র ।