অবশেষে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন দেশ সেরা অলরাউন্ডার সাকি। আজ মিরপুরে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকের পর এসেছে এই সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নাটকীয়তা কম হয়নি। স্কোয়াডে ছিলেন সাকিব কিন্তু বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য দুবাই যাওয়ার আগে মিডিয়াতে জানিয়েছেন চমকপ্রদ তথ্য। মানসিকভাবে তিনি প্রস্তুত নন। যা নিয়ে তৈরি হয়েছিল অনেক সমালোচনা।
সাকিবের এই মন্তব্যের পর বোর্ড সভাপতি সহ ক্রিকেট মহলের সবাই অবাক হয়েছিলেন। সাকিবের সঙ্গে কথা বলে তাকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেয় বিসিবি। সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে পারবেন সাকিব এই সময়ে।
কিন্তু আজ মিরপুরে বোর্ড সভাপতির সঙ্গে সাকিবের বৈঠকের পর জানা যায় দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব। ইতিমধ্যে বাংলাদেশ দলে দুইটি বহর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে চলে গিয়েছে।
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের সঙ্গে বৈঠকের পর জানায় আজ রাতেই দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে সব ফরম্যাটেই খেলবেন দেশ সেরা অলরাউন্ডার। সাকিবের সফরে যাওয়া নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সব ম্যাচেই এভেইলেবল সাকিব। আগামীকাল রাতে সে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এখানে কথা আছে, এমনও হতে পারে সেখানে কোনো ম্যাচে তাকে দলের বাইরেও রাখা হতে পারে। এটা নিয়ে হুলস্থুল করার কিছু নেই।’