রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে অন্তত ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর)। এছাড়া আরও ৮৬১ জন আহত হয়েছেন বলে জানায় সংস্থাটি। বুধবার (৯ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওএইচসিএইচআর জানায়, প্রকৃত পরিসংখ্যান আরও বেশি হবে। কারণ ভলনোভাখা, মারিউপল এবং ইজিয়াম শহর থেকে শত শত হতাহতের খবর এখনও নিশ্চিত করা যায়নি। সংস্থাটি আরও জানায়, কামান ও রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কারণে অধিকাংশ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।