লিথুয়ানিয়ার সরকার বাংলাদেশে ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ ফাইজারের টিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোট না দেওয়ায় বাংলাদেশকে সেই টিকা দেবে না বলে জানিয়েছে লিথুয়ানিয়া।
দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাত দিয়ে লিথুয়ানিয়ার ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন এ তথ্য জানিয়েছে। ইউক্রেনে সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের ডাকা জরুরি অধিবেশনে পাস হওয়া ওই প্রস্তাবে ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এই প্রস্তাবের পক্ষে ভারত, পাকিস্তান ও চীনসহ ৩৫টি দেশের মধ্যে বাংলাদেশও ভোট দেওয়া থেকে বিরত ছিল।