ইউরোপীয় ইউনিয়নে গ্যাস সরবরাহ কমালে বিশ্বজুড়ে তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলার ছোঁবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এছাড়া রাশিয়া-জার্মানির গ্যাস পাইপলাইনও বন্ধ করে দেয়া হতে পারে। পশ্চিমা দেশগুলো যদি রাশিয়ার থেকে জ্বালানি সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেয় তাহলে তাদেরকে মহা সমস্যায় পড়তে হবে এমন সতর্ক করেন রাশিয়ার একজন সিনিয়র মন্ত্রী।
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন যে, ওয়াশিংটন এবং ইউরোপীয় মিত্ররা রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়ে বিবেচনা করছে। তার এই ঘোষণার পরই ২০০৮ সালের পর থেকে তেলের দাম সর্বোচ্চে পৌঁছেছে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলেছেন, ‘এটা একেবারেই পরিষ্কার যে রাশিয়ার তেল প্রত্যাখ্যান বিশ্ব বাজারে বিপর্যয়কর পরিণতি ঘটাবে। দামের বৃদ্ধি অপ্রত্যাশিত হবে। প্রতি ব্যারেল ৩০০ ডলার হবে।’
নোভাক বলেছেন যে, রাশিয়া থেকে প্রাপ্ত তেলের জায়গায় অন্য কাউকে বসাতে হলে এক বছরেরও বেশি সময় লাগে। এক্ষেত্রে তাদেরকে উল্লেখযোগ্য উচ্চ মূল্য দিতে হবে।
নোভাক বলেছেন, ‘ইউরোপীয় রাজনীতিবিদদের সততার সঙ্গে তাদের নাগরিকদের এবং ভোক্তাদের বিষয়ে সতর্ক হওয়া উচিত।’
তিনি বলেন, ‘আপনি যদি রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ প্রত্যাখ্যান করতে চান, এগিয়ে যান। আমরা এর জন্য প্রস্তুত। আমরা জানি যে আমরা এটি কোথায় বিক্রি করবো।’
গত মাসে জার্মানি নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর রাশিয়া বলছে এর প্রতিশোধ হিসেবে নর্ড স্ট্রিম-১ বন্ধ করার অধিকার রয়েছে তাদের। তবে এখনই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন নোভাক। তিনি সতর্ক করেছেন পশ্চিমাদের রুশ বিরোধী বিবৃতি ও অভিযোগ সেই সিদ্ধান্ত নেয়ার জন্য রাশিয়াকে বাধ্য করতে পারে।