ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি এবং একই ইউনিয়নের কৃষকদলের সভাপতি তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহীদুল ইসলাম খানের ছেলের বৌভাত অনুষ্ঠান আয়োজন করার কারণে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই গতকাল শনিবার (৬ মার্চ) শিক্ষার্থীরা স্কুলে এসে কক্ষে তালাবদ্ধ দেখে বাড়ি ফিরে গেছে। অভিযোগ অস্বীকার করেন তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দুপুর ১টা পর্যন্ত ক্লাস চলার পর ছুটি দেওয়া হয়েছে।
জানা গেছে, স্কুল সংলগ্ন প্রধান শিক্ষকের বাড়িতে ছেলে সজিব খানের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতী আক্তার ও সপ্তম শ্রেণির নাঈম সিকদার জানিয়েছেন, গতকাল শনিবার স্কুলে গিয়ে দেখি ক্লাস রুমে তালা দেওয়া। লাইব্রেরি ও শিক্ষকদের কক্ষ বন্ধ। স্থানীয় লোকজনের কাছে জানতে পারি প্রধান শিক্ষকের ছেলের বিয়ে তাই স্কুল বন্ধ। পরে বাড়ি ফিরে আসি।
নাম প্রকাশে অনিচ্ছুক দশম শ্রেণির এক ছাত্র অভিভাবক বলেন, মহামারি করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এর মধ্যে স্কুল খোলার শুরুতেই প্রধান শিক্ষকের ছেলের বিয়েতে স্কুল বন্ধ। এ বিষয়ে প্রধান শিক্ষক মো.শহীদুল ইসলাম খান জানান মুঠোফোনে জানিয়েছেন, দুপুর ১টা পর্যন্ত স্কুল খোলা ছিল। শিক্ষকরা অফিস কক্ষে ছিল। এরপরে সবাই আমাদের বাড়িতে আসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশীদ আরটিভি নিউজকে জানিয়েছেন, বিষয়টি স্থানীয় লোকজন, শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়। এ ঘটনায় প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে।