গুম-খুনের সঙ্গে জড়িতদের সবার বিচার করা হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার দেশটাকে একটা নরকে পরিণত করেছে। আশা করি এ অন্ধকার কেটে যাবে। মানুষ জেগে উঠছে। জেগে উঠবে, ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছে, এজন্য প্রত্যেকটি গুম-খুনে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে। জনগণই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। গতকাল শনিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী হেলপ সেলের উদ্যোগে বর্তমান সরকারের আমলে গুম-খুনের শিকার নেতাকর্মীর পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী হেলপ সেলের সদস্য তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে ও মামুন খানের সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপির আবদুস সালাম, এ বি এম মোশাররফ হোসেন, ডা. রফিকুল ইসলাম, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইকবাল হোসেন শ্যামল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গুম-খুন-নির্যাতিতদের মধ্যে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, ছাত্রদলের নুরুল আলম নুরুর মেয়ে উম্মে হাবিবা মীম, পারভেজ রেজার মেয়ে হৃদি, স্বেচ্ছাসেবক দল কাউসার আহমেদের মেয়ে লামিয়া আখতার মীম ও পুলিশের গুলিতে গুরুতর আহত শাহ রাজিব আহমেদ রিংগন তাদের বেদনার কথা তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে গুম-খুন-নির্যাতিত ১৫ পরিবারের শিশুদের মধ্যে ‘শহীদ নুরুল আলম উপবৃত্তি’ দেওয়া হয়।