বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এসসিএল) সূচি প্রকাশ করেছে। পূর্বঘোষিত ২২ মার্চ পর্দা উঠবে এনসিএলের ২২তম আসরের। তবে পূর্ণাঙ্গ সূচি না দিয়ে আপাতত প্রথম দুই রাউন্ডের সূচি দিয়েছে বিসিবি। আগামী সোমবার শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা হবে খুলনা, বিকেএসপি, রাজশাহী ও বরিশাল।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বাংলাদেশের সকল প্রকার প্রতিযোগিতামূলক ক্রিকেট। কোভিড-১৯ এর জেরে গত বছর হয়নি এনসিএল, বিসিএলের মতো টুর্নামেন্টগুলো। ডিপিএল শুরু হলেও এক রাউন্ড পর সেটি বন্ধ হয়ে যায়। তবে এ বছর স্থগিত থাকা ডিপিএল নয়, এনসিএল দিয়েই ঘরোয়া ক্রিকেট ফেরাচ্ছে বিসিবি। আগামী ২২ মার্চ শুরু হচ্ছে এবারের আসর।
এবার শিরোপার জন্য টায়ার ওয়ানে লড়বে চার দল: খুলনা বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ ও রংপুর বিভাগ। এছাড়াও টায়ার টু-এর চার দল হলো: রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।
২২তম এনসিএলের প্রথম দুই রাউন্ডের সূচি-
১ম রাউন্ড (২২ মার্চ থেকে ২৫ মার্চ)
খুলনা বিভাগ বনাম সিলেট বিভাগ (ভেন্যু খুলনা)
ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগ (ভেন্যু বিকেএসপি)
রাজশাহী বিভাগ বনাম চট্টগ্রাম বিভাগ (ভেন্যু রাজশাহী)
ঢাকা মেট্রো বনাম বরিশাল বিভাগ (ভেন্যু বরিশাল)
২য় রাউন্ড (২৯ মার্চ থেকে ১ এপ্রিল)
খুলনা বিভাগ বনাম রংপুর বিভাগ (ভেন্যু রংপুর)
ঢাকা বিভাগ বনাম সিলেট বিভাগ (ভেন্যু কক্সবাজার)
রাজশাহী বিভাগ বনাম বরিশাল বিভাগ (ভেন্যু বিকেএসপি)
ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম বিভাগ (ভেন্যু কক্সবাজার)