ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র গতকাল নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। তীব্র লড়াইয়ের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নেয় রুশ সেনারা। ইউক্রেনের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড়।
এদিকে জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের উন্নত ৭টি দেশের জোট জি-৭।
এ বিষয়ে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। এতে মস্কোকে তার আগ্রাসন বন্ধ করতে এবং অবিলম্বে সেনাবাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা রাশিয়াকে বিশেষ করে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিবেদিত পারমাণবিক স্থাপনার ওপর যেকোনো সশস্ত্র আক্রমণ এবং হুমকির অর্থ হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা।
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দখলে যাওয়ার পরও কর্মীরা বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা আরও জানিয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং বিদ্যুৎ ইউনিটগুলোর অবস্থা পর্যবেক্ষণ করছেন।
জি-৭ এর পূর্ণাঙ্গ রূপ হলো গ্রুপ অব সেভেন, বা সাতটি দেশের দল। বিশ্বের উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। জোটের সদস্য দেশ হলো- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।